[ad_1]
টেলিভিশেনর আদর্শ বউমার খোলস ছেড়ে এখন তিনি হট বেব! নতুন লুকে মিঠাইরানিকে দেখে চোখ ছানাবড়া ভক্তদের। মিঠাই ধারাবাহিকের সুবাদে আট থেকে আশির নয়নের মণি সৌমিতৃষা কুণ্ডু। তবে ছোটপর্দা ছেড়ে এবার দেবের নায়িকা তিনি। চলতি মাসেই শুরু হবে ‘প্রধান’ ছবির শ্যুটিং। সৌমিতৃষা নিজের এক ঢাল লম্বা চুলেরও বলিদান দিয়েছেন নতুন ইনিংস শুরুর জন্য। এবার একদম হট লুকে ধরা দিলেন অভিনেত্রী। মিঠাই সিরিয়ালের সেই মিষ্টি, শাড়ি পরা, সদা হাস্য মেয়ে থেকে একেবারে ‘সেক্সি বেব’।
সোমবার নেটমাধ্যমে নতুন ফটোশ্যুটের ঝলক শেয়ার করেছেন সৌমিতৃষা। সেখানে হলুদ রঙা অফ-শোল্ডার ক্রপ টপ আর নীল রঙা স্কার্টে পাওয়া গেল তাঁকে। দড়ি বাঁধা টপে উন্মুক্ত সৌমিতৃষার পিঠ, ডিপনেকের ফাঁকে সুস্পষ্ট ক্লিভেজ। সেখানে ধরা পড়েছে তাঁর বুকের তিল। কোঁকড়ানো চুল, জাঙ্ক জুয়েলারিতে সৌমিতৃষাকে যেন চেনা দায়।
ফটোশ্যুটের যে ভিডিয়ো রিল সৌমিতৃষা পোস্ট করেছেন তাঁর ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘লাকি বয়’। ক্যাপশনে অভিনেত্রী লেখেন- ‘লিরিক্স…’, সঙ্গে চোখ মারার ইমোজি। সৌমিতৃষার প্রেম জীবনে উঁকিঝুঁকি বিস্তর। ফ্যানেরা তাই পোস্টের কমেন্ট বক্সে মন্তব্যে ভরিয়ে দিয়েছে। একজন লেখেন- ‘আমাদেরও প্রশ্ন, কে হবে সেই লাকি বয়?’ অপর একজন লেখেন- ‘লাকি বয়ের খোঁজ পেলে নাকি, আমাদের একটু বল’। কারুর মতে সৌমিতৃষাকে দারুণ হট লাগছে, আবার অনেকে এটাও লিখেছেন সাবেকি সাজেই বেশি সুন্দরী লাগে মিঠাইরানিকে।
সোশ্যাল মিডিয়ায় খুব জনপ্রিয় সৌমিতৃষা কুণ্ডু। তবে প্রধান নিয়ে ব্যস্ততার জেরে আজকাল সোশ্যালে একটু কম অ্যাক্টিভ তিনি। মিঠাই ধারাবাহিক দিয়ে আড়াই বছর ধরে ছোটপর্দায় রাজত্ব করেছেন সৌমিতৃষা। এবার নতুন সফরে তিনি। দেব আগেই ফাঁস করেছেন, প্রধানের আগে বাঘাযতীন ছবির নায়িকা হওয়ার জন্যও তিনি অফার দিয়েছিলেন সৌমিতৃষাকে। তবে মিঠাই-এর মেয়াদ বাড়ায় তা সম্ভব হয়নি। কিন্তু এবার কোমর বেঁধে দেবের নায়িকা হতে তৈরি সৌমিতৃষা।
অভিজিৎ সেন পরিচালিত এই ছবিতে দেব, সৌমিতৃষা ছাড়াও থাকছেন পরাণ বন্দ্যোপাধ্যায় আর সাবিত্রী চট্টোপাধ্যায়। কলকাতা আর নর্থ বেঙ্গলে হওয়ার কথা রয়েছে শ্যুট। চলতি মাস থেকেই ছবির ফ্লোরে যাওয়ার কথা রয়েছে। ক্রিসমাসে এই ছবি মুক্তির তারিখ নির্দিষ্ট রয়েছে।
টেলিভিশনকে কামব্যাক প্রসঙ্গেহিন্দুস্তান টাইমস বাংলাকে সৌমিতৃষা জানিয়েছিলেন, ‘ভালোলাগার জায়গা দুটোই। সিরিয়াল আমায় পরিচিতি দিয়েছে, আর সিনেমায় আমি নিজেকে আরও প্রমাণ করতে পারব। ভবিষ্যতে যেমন সুযোগ আসবে সেভাবে কাজ করব।’
[ad_2]