একঘেয়ে টিআরপি তালিকায় যাদের একদিন খুব বিরক্ত লাগছিল, তাদের জন্য সুখবর। কারণ নতুন একটা ধারাবাহিক ঢুকে পড়েছে চলতি সপ্তাহে টিআরপির সেরা দেশে। প্রথম থেকেই এই মেগা নিয়েই দর্শকদের উত্তেজনা ছিল চরমে। শুরুর সপ্তাহতে পিছিয়ে পড়লেও, কোমর কষে লেগে পড়েছে শেষমেশ। কোনটা? সে কথা পরে বলছি, আগে দেখে নেওয়া যাক সেরা পাঁচ।
চলতি সপ্তাহে টিআরপি-র সেরা পাঁচে উঠে এসেছে সন্ধ্যাতারা সিরিয়াল। দর্শকদের খুব পছন্দ হচ্ছে সন্ধ্যা আর তারার গল্প। সঙ্গে দর্শক মনে জায়গা করে নিচ্ছে সদ্য ছোট পর্দায় পা রাখা আকাশনীল চরিত্রটাও। অনেকেই হয়তো আকাশনীলকে দেখে ফেলেছেন রাজ চক্রবর্তীর সদ্য মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ আবার প্রলয়ে। এর আগে কী কী কাজ করেছেন তিনি?
পর্দার আকাশনীলের নাম সৌরজিৎ বন্দ্যোপাধ্যায়। বেলুড়ের ছেলে। সেখানে ডন বস্কো স্কুল থেকে পড়াশোনা করেছেন। পরিবারে রয়েছেন মা, বাবা, দিদি। অভিনেতা হওয়ার স্বপ্ন ছোট থেকেই। অভিনেতা নিজেই সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ‘দীর্ঘদিন ইংরেজি থিয়েটারও করেন তিনি।’
কাজ করেন মুম্বইতেও। আরব সাগর পাড়ে দু’টি মিউজ়িক ভিডিয়োয় কাজ করেন। মুম্বইয়ে থাকাকালীন অভিনয় শেখাও শুরু করেন। তারপর ফিরে আসেন কলকাতায়। এরপরই আলাপ রাজ চক্রবর্তীর সঙ্গে। যা বদলে দেয় সৌরজিতের ভাগ্য়। রাজের সহকারী হিসেবেও কাজ করেন বছর দুয়েক।
খাতায়-কলমে বিয়েটা না হলেও একে-অপরকে নিজের করে নিয়েছেন বহুদিন। আইনি মতে শোভন এখনও রত্নাদেবীর স্বামী। তবে বৈশাখী ডিভোর্সি। তবে শোভন এক বিজয়ার দিন মা দুর্গার সামনে সিঁথি রাঙিয়ে দিয়েছেন বান্ধবীর। ফেসবুক লাইভে এসে জোর গলায় তাঁকে বলতেও শোনা গিয়েছে. বৈশাখীকে তাঁর নামের সিঁদুর পরার অধিকার তিনিই দিয়েছেন। আর বৈশাখীও জানান, আইনি মতে বিয়েটা কবে হবে তা জানেন না ঠিকই, তবে শোভনকে স্বামী হিসেবে মন থেকে গ্রহণ করেছেন বহুদিন আগেই। (ছবি সৌজন্যে-ফেসবুক)
এই ছবিগুলিও বৈশাখী শেয়ার করে নিয়েছেন অন্তর্জালে। ক্যাপশনে লিখেছেন, ‘মানুষ শোভনকে এত ভালোবাসে দেখে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি।’ বহুদিন রাজনীতির ময়দান থেকে দূরে আছেন শোভন চট্টোপাধ্যায়। তৃণমূল ছাড়ার পর বৈশাখীকে নিয়েই বিজেপিতে যোগ দেন। তবে হাজারও অভিযোগ তুলে মাসখানেকের ভিতরেই নতুন দল ছেড়ে বেরিয়ে আসেন। তারপর থেকে আর কোনও দলের সমাবেশেই দেখা মেলেনি তাঁর। তবে অনেকের মনেই ধারণা. হয়তো আগামী লোকসভা ভোটের আগে ফের তৃণমূলে প্রবেশ করতে পারেন শোভন। যদিও এসব পুরোটাই জল্পনা। বা বলা ভালো নির্ভর করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে। তিনি তাঁর ‘কানন’কে দলে নেবেন কি নেবেন না।
টিআরপি-র সেরা পাঁচে সন্ধ্যাতারা! অন্বেষার নায়ক ‘আকাশনীলের’
আজনিউজ২৪ :
0 Views