[ad_1]
হঠাৎই শোকের ছায়া হলিউডে। ছোটপর্দার অত্যন্ত বিখ্যাত অভিনেতা রন সেফাস জোনস প্রয়াত। মাত্র ৬৬ বছর বয়সেই চলে গেলেন তিনি। ফুসফুসের সমস্যা কেড়ে নিল তাঁর প্রাণ।
(আরও পড়ুন: মাত্র ৩৬ বছরে প্রয়াত ‘গেম অফ থ্রোনস’ অভিনেতা, ড্যারেন কেন্টের জন্য শোক হলিউডে)
ছোটপর্দার অভিনেতা হিসাবে অনেকেরই অত্যন্ত পছন্দের ছিলেন রন সেফাস। ‘দিস ইজ আস’-এ অভিনয়ের জন্য তিনি পেয়েছিলেন এমি পুরস্কারও। তাঁর পরিবারের তরফে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, দীর্ঘ দিন ধরেই ফুসফুসের সমস্যায় ভুগছিলেন এই অভিনেতা। আর সেই কারণেই প্রয়াত হলেন তিনি।
(আরও পড়ুন: বউ মারে, কামড়েও দেয়! পপ তারকা ব্রিটনি স্পিয়ার্সের বিরুদ্ধে অভিযোগ স্যামের)
‘নুয়োরিকান পোয়েটস ক্যাফে’ দিয়ে তাঁর কেরিয়ার শুরু হয়। ছোটপর্দায় কাজ করলেও রন সেফাসের আসল পছন্দের জায়গা ছিল মঢ্চ। থিয়েটার করতেই সবচেয়ে বেশি ভালোবাসতেন তিনি। সম্প্রতি মঞ্চও তাঁকে বেশ কয়েকটি পুরস্কার এনে দিয়েছে। অনেকেই বলেন, অভিনেতার পাশাপাশি অত্যন্ত ভালো মানুষ ছিলেন রন সেফাস।
(আরও পড়ুন: দীর্ঘদিন ধরে কঠিন মানসিক ব্যধি ‘স্কিজোঅ্যাফেক্টিভ ডিসঅর্ডার’-এ ভুগছিলেন, প্রয়াত অভিনেতা ক্রিস পেলুসো)
তবে রন সেফাসের কেরিয়ারের সবচেয়ে বিখ্যাত কাজ ‘দিস ইজ আস’-এর উইলিয়াম হিলের চরিত্রে অভিনয়। এটি তাঁকে আন্তর্জাতিক খ্যাতি দিয়েছিল।
(আরও পড়ুন: কনসার্ট চলাকালীন নিককে এটা কী ছুড়ে মারলেন অনুরাগী! বেজায় চটলেন প্রিয়াঙ্কার বর)
জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরে ফুসফুসের সমস্যায় ভুগছিলেন তিনি। রন সেফাসের চিকিৎসাও চলছিল অনেক দিন ধরে। কিন্তু সেই চিকিৎসায় পুরোপুরি সুস্থ কখনও হননি তিনি। কখনও ভালো থাকতেন। তার পরে আবার অবস্থার অবনতি হত। শেষে চিকিৎসকরা বলেন, গোটা ফুসফুসই প্রতিস্থাপন করতে হবে। কথা মতো, তেমনও করা হয়। ২০২০ সালে দুটো ফুসফুসই প্রতিস্থাপিত হয় তাঁর। কিন্তু তাতেও পুরোপুরি সুস্থ হতে পারেননি এই অভিনেতা। শেষ পর্যন্ত সেই ফুসফুসের সমস্যাই কেড়ে নিল তাঁর প্রাণ।
[ad_2]