[ad_1]
গদর-২-র সফল্য যেন সবকিছুই বদলে দিচ্ছে। দেওল পরিবারেও এখন খুশি হাওয়া। পুরনো তিক্ততা ভুলে কাছাকাছি আসছেন সৎ ভাইবোনেরা। হ্যাঁ, সানি, ববি, এষা ও অহনা দেওলরা। হ্যাঁ, ঠিকই শুনছেন। ২০০১ এ গদর: এক প্রেম কথা-র সাফল্যের দীর্ঘ ২২ বছর পর গদর ২ নিয়ে পর্দায় ফিরেছেন সানি দেওল। আর ছবি মুক্তি পেতেই দর্শকদের মধ্যে ফিরেছে সেই পুরনো উন্মাদনা। আর তাই ছবিও ব্লকবাস্টার।
এদিকে গদরের সাফল্য কাছাকাছি এনেছে ধর্মেন্দ্রর দুই স্ত্রীর সন্তানদের। সম্প্রতি দাদা সানি দেওলের ছবিরবিশেষ প্রদর্শনের আয়োজন করেন সৎ বোন এষা দেওল। সেখানে পুরনো তিক্ততা ভুলে একসঙ্গে দেখা যায় ৪ ভাইবোন সানি,ববি, এষা ও অহনাকে। প্রায় ৪ দশকের তিক্ততা ভুলে সৎ ভাইবোনদের কাছাকাছি আসতে দেখে ভীষণই খুশি হয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র।
আরও পড়ুন-Gadar 2-Border 2: গদর-২ এর সাফল্যের পর এবার বর্ডার-২নিয়ে আসছেন সানি, থাকছেন আর কারা?
এখন শোনা যাচ্ছে, আগামী রাখি পূর্ণিমায় দাদা সানি দেওল, ববি দেওলকে রাখি পরাবেম এষা ও অহনা দেওল। প্রসঙ্গত, ধর্মেন্দ্রর দুই স্ত্রী, দেওল পরিবারের কথা সকলেই জানেন।
প্রসঙ্গত, ১৯৫৩ সালে প্রকাশ কৌরকে বিয়ে করেছিলেন ধর্মেন্দ্র। তিনি তখনও অভিনয় দুনিয়ায় পা রাখেননি। প্রথম স্ত্রীর সঙ্গে ধর্মেন্দ্রর ৪ সন্তান রয়েছে, যার মধ্যে দুই ছেলে সানি দেওল ও ববি দেওল এবং মেয়ে অজিতা এও বিজয়া রয়েছে। পরে সিনেমা দুনিয়ায় পা রাখার পর ড্রিম গার্ল হেমা মালিনীর সঙ্গে ধর্মেন্দ্রের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। পরে ১৯৮০ সালে হেমাকে বিয়ে করেন ধর্মেন্দ্র। তাঁদেরও দুই মেয়ে ইশা ও অহনা দেওল।
তবে ধর্মেন্দ্রর এই দুই পরিবার বরাবরই আলাদাই থেকেছ। এমনকি সম্প্রতি সানি দেওলের ছেলের বিয়েতেও যাননি হেমা ও তাঁর দুই মেয়ে। এজন্য অবশ্য আলাদা করে হেমাকে আমন্ত্রণ না জানানোর আফসোস করেছিলেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। তবে না গেলেও ভাইপো করণকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছিলেন এষা। পিসির পোস্টের উত্তরও দিয়েছিলেন সানি পুত্র করণ দেওল।
[ad_2]