[ad_1]
ভারতীয় চলচ্চিত্রের সঙ্গীতকে আন্তর্জাতিক মহলে আরও বেশি জনপ্রিয় করে তোলার পিছনে এআর রহমানের নিঃসন্দেহে ভূমিকা আছে। ভারতের সঙ্গীত পরিচালকদের মধ্যে হালের সময়ে আন্তর্জাতিক স্তরে সবচেয়ে খ্যাতীসম্পন্নও তিনি— একথা বললে হয়তো অনেকেই সেটি অত্যুক্তি বলে মনে করবেন না। কিন্তু এই এআর রহমানের ব্যক্তিগত জীবন কেমন, তা নিয়ে খুবই কম জানা যায়। একেবারে নিভৃতে থাকা এক মানুষ তিনি। কারা তাঁর বন্ধু? কাদের সঙ্গে মেলামেশা করেন তিনি? হালে এই প্রসঙ্গে কথা বলেছেন রহমান নিজে।
(আরও পড়ুন: হিন্দু থেকে হয়েছেন মুসলিম! দিলীপ কুমার থেকে এআর রহমান হয়ে দাবি, ‘ইসলাম আমায় মানসিক শান্তি দেয়’)
(আরও পড়ুন: মঞ্চে উঠে এআর রহমানের গান বন্ধ করল পুণে পুলিশ! নিন্দার ঝড় উঠতেই এল সাফাই)
সম্প্রতি এক সাক্ষাৎকারে রহমানকে জিজ্ঞাসা করা হয়েছিল, কারা তাঁর বন্ধু? উত্তরে রহমান বলেছেন, তাঁর সেই অর্থে কোনও বন্ধু নেই। যাঁরা তাঁর সঙ্গে কাজ করেন, তাঁরাই তাঁর বন্ধু। আলাদা করে আর কোনও বন্ধু নেই।
(আরও পড়ুন: ‘এআর রহমানের স্ত্রী হয়ে তামিল জানে না!’, বউ কটাক্ষের মুখে পড়তেই উচিত জবাব সুরকারের)
(আরও পড়ুন: ‘সমকামিতায় বিশ্বাস নেই, তবুও লেসবিয়ান ছবি ‘ফায়ার’-এর গান বেঁধেছিলাম’, সোজসাপটা এআর রহমান)
রহমান যে ভাষায় বলেছেন, সেই ভাষায় বলতে গেলে বিষয়টি এরকম দাঁড়াবে, ‘যিনি আমার গাড়ি চালান, তিনিই আমার সবচেয়ে কাছের বন্ধু। যাঁরা আমার সঙ্গে কাজ করেন, তাঁদেরই আমি বন্ধু বলে মনে করি।’ কিন্তু তাঁর কোনও বন্ধু নাকি চিরস্থায়ী নন। এ কথাও বলেছেন, আন্তর্জাতিক মানের খ্যাতীসম্পন্ন এই সঙ্গীত পরিচালক। বলেছেন, ‘কাউকেই আমি বলতে পারি না, চিরকাল আমার সঙ্গে থেকে যেতে। আমি তাঁদের বলি, নিজের মতো জীবন কাটাতে, এগিয়ে যেতে। আর সেই কারণেই এমন কেউ নেই, যাকে আমি আমার বন্ধু বলতে পারি।’
কিন্তু বন্ধু কি সত্যিই নেই? এর পরেই রহমান বলেছেন, তাঁর আসল বন্ধুর কথা। বলেছেন, ‘আমার নিঃসঙ্গতা, আমার একাকিত্ব, নির্জনতাই আমার বন্ধু।’
[ad_2]