ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: ইতালিতে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় জুনের প্রথম সপ্তাহের মধ্যেই সব ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যেই দেশটিতে বসবাসকারী ২৫ লাখ মুসলিমের ঈদ-উল ফিতর উদযাপন করছেন।
ইতালিতে ধীরে ধীরে করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে। অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান এরই মধ্যে খুলে দেয়া হয়েছে। শনিবার পর্যন্ত দেশটির ৭৪ শতাংশ ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়ার কথা জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ৩ জুনের মধ্যে সব ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়ার আশা করছে কর্তৃপক্ষ।
এদিকে ইতালির স্থানীয় সরকার প্রশাসন রোম, ভেনিস, নাপলীসহ অধিকাংশ শহরে সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের অনুমতি দিয়েছে। ইতালিতে প্রায় ২৫ লাখ মুসলিম বাস করে যা মোট জনসংখ্যার প্রায় ৪ ভাগ।
করোনা মহামারির মধ্যে ভিন্ন আঙ্গিকে এবারের ঈদ উদযাপন করছেন ইতালির প্রবাসী বাংলাদেশিরা। দুর্যোগ কাটিয়ে আবারও সব স্বাভাবিক হবে এমনটাই প্রত্যাশা তাদের।