ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: ইতালিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে। ১৮ মে থেকে ধর্মীয় উপাসনালয় খোলার অনুমতি দেয়া হলেও, রোমে অবস্থিত ইউরোপের সবচেয়ে বড় মসজিদে ঈদের জামাত না করার সিদ্ধান্ত নেয়া হয়। লকডাউনের মধ্যেই ইতালিতে ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে। প্রশাসনের অনুমতি নিয়ে রাজধানী রোমের পিয়াচ্ছা ভিত্তোরিওতে জাতীয় ঈদগাহ ময়দানে সামাজিক দূরত্ব মেনে ঈদের প্রধান জামাত হয়। এতে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শীর্ষ নেতারা নামাজ আদায় করেন।
প্রতিবছর ইতালির বিভিন্ন স্থানে কমপক্ষে ৫০টি খোলা মাঠে ঈদের নামাজ আদায় করা হয়। করোনা ভাইরাসের কারণে এবার রাজধানী রোমে ৭টিসহ খুব কম সংখ্যক স্থানে (খোলা মাঠে) ঈদের নামাজের অনুমোদন পাওয়া গেছে।
প্রতিটি ঈদের নামাজে সাদা পোশাকের পুলিশ উপস্থিত থেকে সামাজিক দূরত্ব নিশ্চিত করার দায়িত্ব পালন করেন।