স্পোর্টস ডেস্ক, এইউজেডনিউজ২৪: করোনাভাইরাসে মৌসুম ফুটবল আয়োজন স্থগিত হলেও, ইংলিশ প্রিমিয়ার লিগে নির্ধারণ হবে চ্যাম্পিয়নশিপ আর রেলিগেশন। কার্টেল লিগের ক্ষেত্রে ভোটের মাধ্যমে ৫১ ভাগ ক্লাবকে সহমত হতে হবে। সেক্ষেত্রে বাকী ম্যাচের ফল নির্ধারণ করা হবে এখন পর্যন্ত দলগুলোর জয়ের আনুপাতিক হারে। নিচের সারির লিগগুলোর সিদ্ধান্তও হবে একই নিয়মে।
সোমবার থেকে মাঠে ফিরতে শুরু করেছে শীর্ষ লিগের ফুটবলাররা। এর আগে স্থগিত হয়েছে ফ্রেঞ্চ লিগ। চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় পারিস জা জার্মিকে। আর অবনমিত দল অ্যামিও। স্কোটিশ লিগে মাঠে খেলা না গড়িয়ে ঘোষণা করা হয় চ্যাম্পিয়ন দলের নাম।
করোনাভাইরাসে মৌসুম ফুটবল আয়োজন স্থগিত হলেও, ইংলিশ প্রিমিয়ার লিগে নির্ধারণ হবে চ্যাম্পিয়নশিপ আর রেলিগেশন
খেলা
0 Views