চট্টগ্রাম প্রতিনিধি, সারাদেশ ডেস্ক, এইউজেডনিউজ২৪: চট্টগ্রামের উপকূলীয় উপজেলা আনোয়ারার বেশকিছু এলাকার বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় লোকালয়ে পানি ঢুকে পড়েছে। তলিয়ে গেছে মাছের ঘের, ফসলি জমি, রাস্তাঘাট। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত ১ লাখ মানুষ। পানি উন্নয়ন বোর্ড বলছে, বেড়িবাঁধ নির্মাণ সম্পন্ন না হওয়ার কারণে পানি ঢুকে পড়েছে লোকালয়ে।
ঘূর্ণিঝড় আম্পানের বড় বড় ঢেউয়ে ভেঙে যাচ্ছে আনোয়ারা উপজেলার রায়পুরের বেড়িবাঁধ। দেখা দিয়েছে বড় বড় ফাটল। লোকালয়ে পানি ঢোকায় হতে পারে যেকোনো অঘটন। এ অবস্থায় ব্লক দেয়ার দাবি এলাকাবাসীর। অনেক জায়গায় পানিতে ডুবে গেছে ফসলি জমি ও বাড়ি-ঘর। দিশেহারা কৃষক ও এলাকাবাসী। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বেড়িবাঁধটি ১৩ কিলোমিটার। কিছু জায়গায় ফাটল থাকায় পানি ঢুকে গিয়েছে। সূত্র : সময় টিভি