ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দক্ষিণ এশিয়া ও ফার ইস্ট নেতা জিয়া উল-হক ওরফে শেখ ওমর খোরাসানিকে কাবুলকে দুজন শীর্ষ নেতার সঙ্গে গ্রেফতার করেছে দেশটির গোয়েন্দা বিভাগ।
আটক ওই তিনজন এশিয়ার বিভিন্ন অঞ্চলে সন্ত্রাসবাদী গোষ্ঠীর অভিযান পরিচালনা করছিল বলে অভিযোগ রয়েছে। আফগান গোয়েন্দা সংস্থা জানিয়েছে, সম্প্রতি আটক আইএস কর্মীদের কাছ থেকে প্রাপ্ত তথ্য থেকে আফগান সুরক্ষা বাহিনী কাবুলের বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদ বিরোধী অভিযান পরিচালনা করে এই তিনজনকে আটক করেন।
গ্রেফতার অন্য দুই জনের মধ্যে একজন খোরাসানির মুখপাত্র সাহীব ও অন্যজন গোয়েন্দা প্রধান আবু আলি বলে জানানো হয়েছে। আফগানিস্তানে তালেবান যোদ্ধাদের প্রাধান্য থাকলেও ও দেশটির কিছু অংশে আইএসেরও সক্রিয়তা রয়েছে। এই জঙ্গি গোষ্ঠীটি কাবুলে বেশ কয়েকটি প্রাণঘাতী বোমা হামলাও চালিয়েছে।