ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: প্রাণঘাতী করোনার সংক্রমণের পরও ১ মে তৃতীয় দফার লক-ডাউনের কথা ঘোষণা করেছে সেদেশের কেন্দ্রীয় সরকার। তবে এই লক-ডাউনে বেশকিছু ছাড় দেওয়া হয়েছে। খুলে দেওয়া হয় মদের দোকান। সোমবার (৪ মে) মদের দোকান খোলার পরই মুম্বাইয়ে জটলার সৃষ্টি হয়। লক-ডাউনের নিয়ম না-মেনে স্থানীয় কিছু মদের দোকানের সামনে ভিড় জমান মানুষজন। দোকানের বাইরে লম্বা লাইনের ক্ষেত্রেও সামাজিক দূরত্ব মানা হয়নি। ভারতের মধ্যে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্র প্রদেশ এবং এর রাজধানী শহর মুম্বাই। এই ঘটনার পর ১৪৪ ধারা জারি করা হয়।
এড়াতে ভারতে যতদিন লক-ডাউন চলবে ততদিন মুম্বাইতে জারি থাকবে ১৪৪ ধারা। সন্ধ্যা ৭টা থেকে সকাল ৮টা পর্যন্ত মেডিক্যাল কারণ ছাড়া কোনও অনাবশ্যকীয় জিনিস কিনতে এক বা একাধিক মানুষ বাড়ির বাইরে বের হওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ওই সময়ে শুধু মেডিক্যাল প্রয়োজনে ব্যবহৃত গাড়ি রাস্তায় বের হওয়ার অনুমতি দেওয়া হয়েছে নতুন নির্দেশিকায়।
লক-ডাউনের নিয়ম না-মেনে স্থানীয় কিছু মদের দোকানের সামনে ভিড় জমান মানুষজন। ১৪৪ ধারা জারি
আন্তর্জাতিক
0 Views