ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: সাংবাদিকতায় পুলিৎজার পুরস্কার জিতলেন অ্যাসোসিয়েট প্রেস-এপির তিন চিত্র-সাংবাদিক দার ইয়াসিন, মুক্তার খান ও চান্নি আনন্দ। কাশ্মীরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর দমন-নিপীড়নের ছবি তুলে এ সম্মাননা পেলেন তারা। ২০১৯ সালে কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিলের পর, এর প্রতিবাদে স্থানীয়দের আন্দোলন থামাতে ওই অঞ্চলে কারফিউ জারি করে মোদি সরকার। একইসঙ্গে বন্ধ করে দেয়া হয় ফোন ও ইন্টারনেট সেবা।
ওই সময় বিভিন্ন ছদ্মবেশে তৎকালীন পরিস্থিতির ছবি তোলেন তিন সাংবাদিক। তাদের লুকোনো ক্যামেরায় ধরা পড়ে কাশ্মীরীদের দৈনন্দিন জীবন, পুলিশ-সেনাবাহিনীর কার্যক্রম ও সেগুলোর বিরুদ্ধে স্থানীয়দের আন্দোলনের চিত্র।
সাংবাদিকতায় পুলিৎজার পুরস্কার জিতলেন অ্যাসোসিয়েট প্রেস-এপির তিন চিত্র-সাংবাদিক দার ইয়াসিন, মুক্তার খান ও চান্নি আনন্দ
আন্তর্জাতিক
0 Views