ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউ্জেডনিউজ২৪: করোনা ভাইরাসের প্রকোপ কমতে থাকায় ইরানের কিছু অঞ্চলের মসজিদ খোলা হচ্ছে। সোমবার (৪ মে) থেকে যেসব অঞ্চলকে শঙ্কামুক্ত ঘোষণা করা হয়েছে সেখানকার মসজিদগুলোকে খোলার সিদ্ধান্তের কথা জানান দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানী। এর আগে টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে রুহানী জানান, ১৩২টি জেলা যেখানে করোনা ছড়ানোর শঙ্কা খুব কম সেখানে শুক্রবারে জুমার নামাজ মসজিদে আদায় করতে পারবেন ধর্মপ্রাণ মানুষ।
এদিকে চলতি মাসের ১৬ তারিখ থেকে পরীক্ষামূলকভাবে ১ মাসের জন্য স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে ইতালি। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ইতালিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১০ হাজার ৭১৭ জন, মারা গেছেন ২৮ হাজার ৮৮৪ জন; আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮১ হাজার ৬৫৪ জন।
ইরানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৭ হাজার ৪২৪ জন, মারা গেছেন ৬ হাজার ২০৩ জন এবং সুস্থ হয়ে ফিরেছেন ৭৮ হাজার ৪২২ জন।