ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়ে একদিনে মারা গেছেন আরও ৯৮০ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৭ জনের বেশি। বুধবার জানানো হয়, দেশটিতে গত ২ মার্চ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত হাসপাতালের বাইরে মারা গেছেন আরও ৩ হাজার ৮১১ জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ২৬ হাজার ছাড়িয়েছে।যুক্তরাজ্যে করোনার ভয়াবহতা অব্যাহত রয়েছে। সবচেয়ে খারাপ পরিস্থিতি লন্ডনে। বুধবার মারা যাওয়াদের অধিকাংশই ওই অঞ্চলের।
এদিন ১৯ হাজারের বেশি মানুষের নমুনা পরীক্ষা করা হয়। আক্রান্ত শনাক্ত হয় প্রায় ৬ হাজার। এ অবস্থায় সবাইকে আবারও ঘরে থাকার আহ্বান জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।
তিনি বলেন, করোনা শনাক্তে পরীক্ষার সক্ষমতা বাড়ানো হয়েছে। প্রতিরোধের দ্বিতীয় ধাপের জন্য আমরা সম্ভাব্য সবকিছু করছি। স্বাস্থ্যকর্মীরা রাতদিন পরিশ্রম করছেন। আমাদের ধৈর্য ধারণ করতে হবে। যত্নবান হতে হবে। সর্বোচ্চ ঝুঁকি মোকাবিলয়া আরও সতর্ক হতে হবে। এদিন প্রথমবারের মতো হাসপাতালে বাইরে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা প্রকাশ করা হয়। বর্তমানে মৃতের সংখ্যার দিক থেকে ইউরোপে ইতালির পরই রয়েছে যুক্তরাজ্য। তবে আশার কথা হলো, অন্যান্য দিনের তুলনায় লন্ডনের হাসপাতালগুলোতে আক্রান্ত ভর্তির সংখ্যা কমেছে।
উপপ্রধান স্বাস্থ্য কর্মকর্তা জনাথন ভ্যান বলেন, পরিস্থিতি উন্নতির বাঁকটা শুরু হয়েছে কেবল। কোনোভাবেই বলা যাবে না নিয়ন্ত্রণে। আমরা ভয়াবহ পর্যায়ে রয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সবকিছু করা হচ্ছে। আরও কয়েক সপ্তাহ এ যন্ত্রণা সহ্য করতে হবে। তবে হাসপাতালে ভর্তির সংখ্যা কমে আসাকে ইতিবাচক বলছেন বিশেষজ্ঞরা।