ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ৮ বাংলাদেশিসহ মারা গেছেন ২ হাজার সাতশো। এ নিয়ে দেশটিতে ১৮৭ বাংলাদেশিসহ প্রাণ গেলো ৪৫ হাজার মানুষের। যুক্তরাজ্যে আরও ৪ বাংলাদেশি মারা গেছেন। দেশটিতে এ নিয়ে ১৪০ বাংলাদেশি মারা গেলেন। কাল মানবদেহে করোনার ভ্যাকসিন পরীক্ষা করবে দেশটি। জাতিসংঘ খাদ্য কর্মসূচির শঙ্কা, করোনায় ৩০টি দেশে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়তে পারে।
জাতিসংঘের খাদ্য কর্মসূচির প্রধান বলছেন, বিশ্বের ১৩ কোটি মানুষের দিন কাটছে অনাহারে-অর্ধাহারে। দ্রুতই এ সংখ্যা দ্বিগুণ হয়ে যেতে পারে। শঙ্কা আছে ৩০টি দেশে ভয়াবহভাবে দেখা দিতে পারে দুর্ভিক্ষ। করোনা পরবর্তী সংকট মোকাবিলায় গ্রিনকার্ডের আবেদনে দুই মাসের নিষেধাজ্ঞার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ক্ষুদ্র ব্যবসায়ীদের রক্ষায় ৪৮০ বিলিয়ন ডলারের ত্রাণ প্যাকেজে অনুমোদন দিয়েছে, সিনেট। কিছু ব্যবসা প্রতিষ্ঠান শিগগিরই খুলে দিতে যাচ্ছে, কলোরাডো, সাউথ ক্যারোলাইনাসহ কয়েকটি রাজ্য। বৈশ্বিক মহামারি প্রতিরোধে অপর্যাপ্ত পদক্ষেপের অভিযোগে চীনের বিরুদ্ধে মামলা করেছে, মিজৌরি রাজ্য।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, করোনায় লাখো আমেরিকান চাকরি হারিয়েছে। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করাই বড় চ্যালেঞ্জ। বিদেশি কর্মীরা যদি মার্কিনিদের জায়গা দখল করে পরিস্থিতি আরো জটিল হবে। নাগরিক হিসেবে মার্কিনিদের অধিকারই বেশি।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ সংস্থা-সিডিসির প্রধানের হুঁশিয়ারি, আগামী শীতে করোনা পরিস্থিতি আরও খারাপ হতে পারে। টেস্টের সংখ্যা দ্বিগুণের ঘোষণা দিয়েছে নিউইয়র্ক।
ইতালিতে টানা দ্বিতীয় দিনের মতো সংক্রমনের হার কমেছে। করোনা মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রাখাসহ ৫ দফা কর্মসূচি ঘোষণা করেছে দেশটি।
ইতালির প্রধানমন্ত্রী জানান, সামগ্রিক বিবেচনায় কিছু জায়গায় লকডাউন শিথিল করা হবে। তবে করোনার সংকট এখনো কাটেনি। ছোট ভুল ফের সবকিছু ওলটপালট করে দিতে পারে।
রমজান সামনে রেখে লকডাউন শিথিলের কথা জানিয়েছে সৌদি আরব, ইরাকসহ অনেক মুসলিমপ্রধান দেশ। বৃহস্পতিবার থেকে মানবদেহে পরীক্ষামূলক করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ শুরুর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী জানান, সাধারণত টিকা তৈরির এ পর্যায়ে পৌঁছতে বছরের পর বছর লেগে যায়। তবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আর ইমপেরিয়াল কলেজের গবেষকদের অসাধারণ চেষ্টায় এত দ্রুত কাজ এগুচ্ছে। সফল হলে সেপ্টেম্বরেই টিকা বাজারে ছাড়া হবে।
চীনের একদল গবেষক জানিয়েছেন, আক্রান্তের শরীরে তিন সপ্তাহ পর্যন্ত থাকতে পারে করোনাভাইরাস।
যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ৮ বাংলাদেশিসহ মারা গেছেন ২ হাজার সাতশো নিয়ে মৃতের সংখ্যা ৪৫ হাজার
আন্তর্জাতিক
0 Views