ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: স্পেনে করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২২ হাজার ১শ’ ৫৭ জন। প্রতিবেশী পর্তুগালে মৃতের সংখ্যা প্রায় ৮শ’। পর্তুগালে বাংলাদেশি অধ্যুষিত এলাকায় সচেতনতামূলক কার্যক্রম চালিয়েছে বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় কর্তৃপক্ষ। বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন প্রবাসীরা। পর্তুগালে বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলো ঘনবসতিপূর্ণ। প্রায় ২০ বাংলাদেশি আক্রান্ত হওয়ায় সংক্রমণ বাড়ার আশঙ্কায় নানা পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সেসব এলাকা পরিদর্শন করেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। বিতরণ করেন বাংলায় অনূদিত পর্তুগালের সচেতনতামূলক লিফলেট। এ সময় বাংলা ভাষাভাষাভাষী স্বাস্থ্যসেবা দিতে আলাদা কল সেন্টারের দাবি জানানো হয় কমিউনিটির পক্ষ থেকে
এ সময় দূতাবাসের বিভিন্ন পদক্ষেপের কথা জানান রাষ্ট্রদূত। পর্তুগীজ কর্তৃপক্ষও বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন। দেশটির প্রেসিডেন্ট জুন্তা ফ্রিগেসিয়া সান্তা মারিয়া মাইওর বলেন, আমরা বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে এখানে বসবাসরতদের সতর্ক করার চেষ্ঠা করছি। যেকোন সমস্যার কথা জানাতে জরুরি হটলাইনের ব্যবস্থাও রয়েছে পাশাপাশি কোয়ারেন্টাইন নিশ্চিত করতে আবাসনের ব্যবস্থাও আমরা করছি। স্পেনেও আক্রান্ত বাংলাদেশিরা সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছে দেশটির বাংলাদেশি কমিউনিটি। সূত্র : ইউএনবি