ইন্টারন্যাশাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: আফ্রিকার দেশ মোজাম্বিকের উত্তরাঞ্চলীয় জিতাজি গ্রামে সশস্ত্র হামলায় কমপক্ষে ৫২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা। ওই প্রতিবেদনে বলা হয়, একটি সন্ত্রাসী গোষ্ঠী ওই গ্রামের মানুষদের তাদের দলে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছিল। তবে ওই গ্রামের লোকজন সন্ত্রাসী দলে যোগ না দেয়ায় এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে মোজাম্বিক পুলিশ।
মোজাম্বিক পুলিশের মুখপাত্র ওর্লান্ডো মুদুমানে বলেন, দলের শক্তি বাড়াতে সন্ত্রাসীরা আরও লোকজন নিতে চেয়েছিলেন; কিন্তু গ্রামের যুবকরা এতে বাধা দেয়। পরে ৫২ যুবককে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। মোজাম্বিক পুলিশ এ হত্যাকে গণহত্যা বলে আখ্যায়িত করেছে। এছাড়া এই হত্যার সঙ্গে সংশ্লিষ্টদের আটক করার জন্য অভিযান চালানো হচ্ছে বলেও মোজাম্বিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।