ন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: আগামী ৫ মে পর্যন্ত বাড়ছে সাধারণ ছুটি। বুধবার (২২ এপ্রিল) এ তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন বলেন, বিকেলের মধ্যেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। ছুটির সঙ্গে বেশকিছু নির্দেশনা থাকবে, সেই নির্দেশনাগুলো আমাদের অবশ্যই মেনে চলতে হবে।
করোনাভাইরাদের সংক্রমণ রোধে গত ২৬ মার্চ থেকে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত দেশে টানা ৩১ দিনের ছুটি চলছে। ইতিমধ্যে সারাদেশকে করোনাভাইরাস সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
এর আগে স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে গঠিত করোনাভাইরাস প্রতিরোধে জাতীয় কমিটি আরও সাত দিন ছুটি বাড়ানোর সুপারিশ করেছিল।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি হয়েছে ১২০ জনের। মৃত ১০ জনের মধ্যে ৭ জনই ঢাকার। এছাড়া ৫৫ জেলায় রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩,০৯৬টি নমুনা পরীক্ষায় ৩৯০ জন শনাক্ত হয়েছে। নতুন ৫ জনসহ মোট ৯২ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট আক্রান্ত ৩ হাজার ৭৭২ জন। সূত্র : সময় টিভি ও এটিএন বাংলা
আগামী ৫ মে পর্যন্ত বাড়ছে সাধারণ ছুটি। বুধবার (২২ এপ্রিল) এ তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়
বিশেষ বুলেটিন
0 Views