অপরাধ জগত ডেস্ক, এইউজেডনিউজ২৪: ১ হাজার ২শ করোনা টেস্টিং কিটের অবৈধ মজুদ পেলো র্যাব। রাজধানীর শহীদবাগ ও নিকুঞ্জ এলাকায় অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমাণ কিট জব্দ করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় ৫ জনকে আটক করেছে র্যাব। অভিযুক্তদের দাবি, ডিএইচএল কুরিয়ারের মাধ্যমে এসব কিট আমদানি করা হয়েছে।
র্যাবের দাবি, ওষুধ প্রশাসন অধিদফতরের অনুমোদন না নিয়ে করোনা ভাইরাসের টেস্টিং কিট কেনা-বেচার অভিযোগে এই অভিযান চালানো হয়। এছাড়া হ্যান্ড গ্লাবস এন-৯৫ মাস্কসহ বেশকিছু নিম্নমানের মাস্কও জব্দ করা হয়। সূত্র : চ্যানেল ২৪
১ হাজার ২শ করোনা টেস্টিং কিটের অবৈধ মজুদ পেলো র্যাব
অপরাধ জগত
0 Views