ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: মার্কিন সামরিক বাহিনীতে এ পর্যন্ত ৯৯২ সেনা সদস্য করোনায় আক্রান্ত বলে জানিয়েছে যুক্তরাষ্টের প্রতিরক্ষা অধিদপ্তর পেন্টাগন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এ তথ্য জানায় যুক্তরাষ্টের প্রতিরক্ষা অধিদপ্তর। করোনা মোকাবেলায় নতুন নিয়োগপ্রাপ্তদেরও প্রাথমিক প্রশিক্ষণ স্থগিত করেছে পেন্টাগন। কোভিড- ১৯ মোকাবেলায় মার্কিন সামরিক বাহিনীতের মিশনেও কিছু পরিবর্তন আনা হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনের আরও ২ হাজার ৮৮৯ জন কর্মী করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে দুই কর্মী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
তবে আগের দিনের তুলনায় এই সংখ্যা কিছুটা কম। প্রতিরক্ষা দফতরে এখন পর্যন্ত কমপক্ষে ৪ হাজার ৬৯৫ জনের শরীরে করোনার উপস্থিতি ধরা পড়েছে।এদিকে করোনায় ক্রমেই মৃত্যুর পাল্লা ভারি হচ্ছে, যুক্তরাষ্ট্রজুড়ে। গেল গেল ২৪ ঘণ্টায় দেশটিতে ৭ বাংলাদেশিসহ মারা গেছে আরও ২ হাজার ২৫৭ জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়েছে। যার মধ্যে বাংলাদেশি দেড়শো। আক্রান্ত প্রায় ৭ লাখ।
যুক্তরাষ্ট্রে বিপর্যস্ত নিউইয়র্কে লকডাউন ১৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে, ৩ ধাপে ২৯ রাজ্য পুনরায় চালুর সিদ্ধান্ত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাজ্যে ১০৯ বাংলাদেশিসহ প্রাণ হারিয়েছেন ১৩ হাজার ৭শ মানুষ। দেশটিতে ৩ সপ্তাহ বাড়ানো হয়েছে লকডাউন। বিশ্বজুড়ে প্রাণহানি ১ লাখ ৪৪ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত সাড়ে ২১ লাখ। বিশ্বব্যাপী সুস্থ হয়েছেন সাড়ে ৫ লাখ মানুষ।
মার্কিন সামরিক বাহিনীতে এ পর্যন্ত ৯৯২ সেনা সদস্য করোনায় আক্রান্ত
আন্তর্জাতিক
0 Views