সারাদেশ ডেস্ক, দিনাজপুর প্রতিনধি: করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি এড়াতে অবশেষে পুরো দিনাজপুরকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।
বুধবার সন্ধ্যায় এক মিটিংয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন দিনাজপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম।
তিনি জানান, দিনাজপুরে নতুন করে আজ আরো একজন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এনিয়ে দিনাজপুরে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৮ জন।
তিনি বলেন, কৃষি নির্ভর জেলা হওয়ায় পুরো দিনাজপুরকে লকডাউন দেয়ার বিষয় নিয়ে কিছুটা বিড়ম্বনায় ছিলাম আমরা। পরিস্থিতি বিবেচনায় করোনাভাইরাস প্রতিরোধ কমিটি’র মিটিংয়ে আজ বুধবার সন্ধ্যায় এ কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
তবে, করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি এড়াতে যে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছিলো, তা দিনাজপুরবাসী মেনে চললে এই লকডাউন শব্দের আর প্রয়োজন ছিলো না। তিনি সামাজিক দূরত্ব বজায় রেখে, ঘরে অবস্থানের জন্য জেলাবাসীর প্রতি আহবান জানিয়েছেন। সূত্র : চ্যানেল আই