ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস বা কোভিড-১৯ এ মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। অস্ট্রেলিয়ায় করোনাভাইরাসে এখন পর্যন্ত ৫৬ জন মারা গেছেন। তবে মৃত্যুর সংখ্যা বাড়লেও নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা কমে এসেছে।
দেশটিতে ভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলছে তৃতীয় মাত্রার লকডাউন। এতে বিপাকে রয়েছেন বাংলাদেশি শিক্ষার্থীরা।
ইতালিতে করোনায় নতুন করে ৬১৯ জন মারা গেছেন। তবে আগের দিনের তুলনায় আক্রান্তের সংখ্যা কমেছে। এবার দেশটিতে স্টার সানডেতে তেমন কোনো আয়োজন না থাকলেও ঘরে বসেই করোনা মুক্তির প্রার্থনা করছেন ইতালিয়রা।