ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: করোনাভাইরাসে ক্রমেই নাজুক হচ্ছে যুক্তরাষ্ট্র। একদিনে মারা গেছে ২ হাজার ৩৭জন। সেইসাথে দেশটিতে আক্রান্তের সংখ্যা পাঁচ লাখের বেশি।
যুক্তরাজ্যে গত ২৪ ঘন্টায় প্রাণহানি ৯শ ৮০। মৃতের সংখ্যা বেড়ে ৮ হাজার ৯শ ৫৮। তবে মারা যাওয়ার সংখ্যা কিছুটা কমেছে ইতালিতে। এক দিনে দেশটিতে প্রাণহানি ঘটেছে ৫৭০। যদিও এখনও সর্বোচ্চ প্রাণহানির তালিকায় রয়েছে ইতালী।
বেলজিয়ামেও বাড়ছে প্রাণহানির সংখ্যা। স্পেনে এ পর্যন্ত ১৯ হাজার স্বাস্থ্যকর্মী আক্রান্ত। এদিকে বিশ্ব স্বাস্থ সংস্থা হুশিয়ারি দিয়ে বলেছে, লকডাউনের বিধি নিষেধ আগেভাগেই শিথিল বা প্রত্যাহার করা হলে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।