ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: আগামী ১৫ এপ্রিল দক্ষিণ কোরিয়ার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বুথগুলোতে জনসমাগম কমানোর জন্য দেশটিতে আগাম ভোটের ব্যবস্থা করা হয়েছে।
দক্ষিণ কোরিয়ায় শুক্রবার (১০ এপ্রিল) শুরু হয়েছে এ আগাম ভোট। আর এতে ভোট দিতে পারছেন করোনাভাইরাসে আক্রান্ত রোগীরাও।
দক্ষিণ কোরিয়ায় জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়, করোনা প্রকোপ বেশি থাকায় দায়গু এবং রাজধানী সিউল শহরের ৩ হাজার রোগীর জন্য আটটি পোলিং স্টেশন তৈরি করা হয়েছে। এছাড়া করোনা রোগীদের চিকিৎসার কাজে নিয়োজিত ৯০০ মেডিকেল স্টাফরাও এদিন আগাম ভোট দেবেন বলে জানা গেছে।
এদিকে শুক্রবার দক্ষিণ কোরিয়ায় বর্তমান প্রেসিডেন্ট মুন জে ইনও আগাম ভোট দিয়েছেন বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
আগামীকাল শনিবার পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় সাধারণ নির্বাচনের আগাম ভোট