ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: বিশ্বজুড়ে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন উঠেছেন ৩ লাখ ৫৬ হাজার ৬৫৬ জন মানুষ। এমনটাই জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।
এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৩ হাজার ৭১৯জন। ২০৯টি দেশে ছড়িয়ে পড়া এ ভাইরাস শুক্রবার (১০ এপ্রিল) পর্যন্ত ৯৫ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।
করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল এখনো ইউরোপ হলেও ধীরে ধীরে আক্রান্তের সংখ্যা বাড়ছে দক্ষিণ এশিয়াতেও। সঙ্গে বাড়ছে সুস্থ হওয়ার সংখ্যাও।
যুক্তরাষ্ট্রে সুস্থ হয়ে উঠেছেন ২৫ হাজার ৯শ ২৮জন। ইতালিতে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৯৬ ৪৩ হাজার ৮৭৭ জন। আর স্পেনে ৫২ হাজার ১৬৫ জন। ৫২ হাজার ৪০৭ জন সুস্থ হয়েছেন জার্মানিতে।