ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: করোনার ধকল কাটিয়ে উঠলেও আবারও দ্বিতীয় দফায় মহামারী আকার ধারণ করেতে পারে চীন এমনটাই আশঙ্কা করছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং ।
শি জিনপিং সতর্ক করে দ্বিতীয় দফায় ছড়াতে পারে করোনাভাইরাস বলে জানিয়েছেন।
বুধবার কমিউনিস্ট পার্টির শীর্ষ নীতি নির্ধারক পলিট ব্যুরো স্ট্যান্ডিং কমিটির একটি বৈঠকে তিনি এ বিষয়ে আলোচনা করেন।
এতে শি জিনপিং আরও বলেন, করোনাভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতি সূচক নিম্নগামী হচ্ছে এতে নানা খাতে অস্থিরতা ও অনিশ্চয়তার ঝুঁকিও বাড়ছে।
মহামারি করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহান থেকে লকডাউন প্রত্যাহার করে নেয়া হয়েছে। দীর্ঘ ১১ সপ্তাহ পর মঙ্গলবার মধ্যরাতে শহরটির ওপর থেকে সব বিধিনিষেধ তুলে নেয়া হয়।
এ সময় শহরজুড়ে করা হয় আলোকসজ্জা। বুধবার সকাল থেকেই আবারো মানুষ নির্বিঘ্নে চলাচল শুরু করেছে শহরটিতে। একইসঙ্গে চীনের অন্যান্য প্রদেশ থেকে উহান শহর সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। চলছে সবধরনের যানবাহন।
চীনের উহান শহর সর্বসাধারণের জন্য উন্মুক্ত। এর আগে রাজধানী উহান বাদে হুবেই প্রদেশে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে কর্তৃপক্ষ। করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পরপরই বেইজিং কর্তৃপক্ষ শহরটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়। ঘরবন্দি করে রাখে ১ কোটিরও বেশি মানুষকে।