বাগেরহাট প্রতিনিধি : মহামারী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশের মানুষকে নিরাপদ থাকার জন্য সরকার ঘোষিত সামাজিক দুরত্ব মেনে চলার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। তাই সরকারের দেয়া বিধি নিষেধের ফলে দেশের সাধারণ মানুষ ঘর থেকে বের হতে পারছে না প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণের কারণে। আর এরই ধারাবাহিকতায় বাগেরহাটে খেটে খাওয়া ও কর্মহীন মানুষদের মাঝে খাদ্য ও ওষুধ বিতরণ কার্যক্রম নিজস্ব উদ্যোগে এগিয়ে এসেছে ” লতিফ মাস্টার ফাউন্ডেশন ”।
ফাউন্ডেশনের সভাপতি জনাবা হালিমা বেগম ও সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম এবং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমেরিকা প্রবাসী বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব রফিকুল ইসলাম জগলুর আর্থিক অনুদানে বাগেরহাট সদর উপজেলার এবং বাগেরহাট পৌরসভার প্রেসক্লাব, খারদ্বার, ষ্টেডিয়াম, ডেমা, দশানী, রহিমাবাদ, কাড়াপাড়া, ষাটগুম্বুজ, রনবিজয়পুর, বৈটপুর, বেমরতা, পশ্চিমবাগ, কান্দাপাড়া, দেপাড়া, মুলঘর, বেশরগাতী, বাদোখালী, আতাইকাঠী, পারনোয়াপাড়া, বিষ্ণপুর, মুক্ষাইট, কুলাদাইড় গ্রামের পাঁচ শতাধিক গরীব অসহায় দুঃস্থদের মাঝে ভাইরাস প্রতিরোধের প্রাথমিক ওষুধ, মাস্ক, সাবান, চাল, ডাল, তেল, লবন, পেঁয়াজ সহ নিত্য সামগ্রী বিতরন করেন ফাউন্ডেশনের কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন, মোঃ জুয়েল, মোঃ শহিদুল ইসলাম, এবং স্বেচ্ছাসেবক হিসেবে মোঃ মিফতা, মিজানুর রহমান, শাহজাহান মোহন, নিয়াজ, বাবুল পাইক, খোরশেদ, আনারুল, নুর ইসলাম, আনসার, তরিকুল, মুকুল, লিটু, বুলু, তৌহিদ ফকির, শিমুল, হাসান, শামিম বেগ, আজাদ প্রমুখ ।
এছাড়া মাস্টার আব্দুল লতিফ ফাউন্ডেশন মেধাবী ও গরীব শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক আর্থিক সহায়তা সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অনন্য অবদান রেখে চলেছে ।