মুক্তমঞ্চ ডেস্ক, এইউজেডনিউজ২৪: মহামারী করোনা ভাইরাসের সংকটকালে দেশজুড়ে সাধারণ ছুটি,সহ রাজধানীর বিভিন্ন সড়ক লকডাউন ঘোষণা করায়, কর্মহীন হয়ে পড়েছে ঢাকার বায়ান্নো বাজারের তেপ্পান্ন গলির অসংখ্য মানুষ। করোনার বিস্তৃতি রোধে সরকারি নির্দেশনা মেনে সবাই ঘরে অবস্থান করায় স্থবির হয়ে পড়েছে রাজধানীসহ পুরো দেশ।
এ অবস্থায়, প্রধানমন্ত্রীর নির্দেশে ভিক্ষুক, ভবঘুরে, দিনমজুর, রিকশাচালক, পরিবহণ শ্রমিক ও চায়ের দোকানদারের মতো কর্মহীন হয়ে পড়া মানুষের দ্রুত তালিকা করে অগ্রাধিকার-ভিত্তিতে নিজ উদ্যোগে খাদ্য সহায়তা দিতে এবার এগিয়ে এলো তেজগাঁও নাখালপাড়ার কিছু উদ্যোমী তরুণ বন্ধু সমাজ।
দেশের যখন এক দূর্যোগময় পরিস্থিতি, তখনই এই বন্ধু সমাজ এগিয়ে গেলেন সাধারণ খেটে খাওয়া মানুষের দ্বারপ্রান্তে। নাখালপাড়ার শৈশবের বন্ধুদেরকে সাথে নিয়ে নিজস্ব আয়োজনে হাত বাড়িয়ে দিলেন www.auznews24.com (এইউজেডনিউজ২৪ ডট কমের) সাংবাদিক ও বন্ধু সভার আহবায়ক সাজ্জাদ হোসেন সৈকত। তিনি বলেন, দরিদ্র অসহায় মানুষের জন্য কিছু করাটাই আমাদের সার্থকতা। আমরা জানি ঢাকা সিটি তথা সারা বাংলাদেশে এখন লকডাউন করোনা ভাইরাস যুদ্ধে। আর এই মুহূর্তে এখন সবাই ঘরবন্দি আমরা কতিপয় বন্ধু আর ছোট ভাইরা মিলে এসব অসহায় মানুষের জন্য একটি ক্ষুদ্র প্রয়াসের আয়োজন করে কিছুটা হলেও দেশ সেবায় এগিয়ে যেতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি। এসময় আবেগ্লাপুত হয়ে সৈকত বলেন, আসুন আমরা সবাই ঘরে থাকি, অন্য ঘরে থাকতে সহযোগিতা করি, নিরাপদ ও মহামারীর হাত থেকে একটি পাড়া-মহল্লা থেকে শুরু করে সমগ্র বাংলাদেশকে স্বাস্থ্য সচেতন হিসেবে গড়ে তুলি।