ন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: সামাজিক সুরার বাইরে থাকাদের তালিকা করে, তাদের ঘরে ঘরে খাবার পৌছে দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জেলার কর্মকর্তাদের সাথে করোনাভাইরাস মোকাবেলায় সরকারের প্রস্তুতির খোঁজখবর নিতে গিয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দেন। তিনি বলেন, সংকটকালে যেসব চিকিতসক স্বাস্থ্যসেবা দেননি তাদের বিরূদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আর যারা মানুষকে সেবা দেবেন তাদের জন্য থাকবে বিশেষ বীমা সুবিধা। সরকারী খাদ্য সহায়তা নিয়ে কোন ধরণের দূনীতি করলে তাদের ছাড় দেয়া হবে না বলেও হুশিয়ার করেন প্রধানমন্ত্রী।
এসময় তিনি বলেন, চলতি মাসে দেশে আরও ব্যাপক আকারে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ার আভাস মিলছে। প্রধানমন্ত্রী আরো বলেন, দুর্যোগে চিকিৎসা নিয়ে যারা শর্ত দিয়েছেন তাদের কাজ করার দরকার নাই।
করোনা পরিস্থিতিতে জরুরি সেবাদানকারীদের বিশেষ প্রণোদনা দেয়ারও ঘোষণা দেন তিনি। সূত্র : এটিএন বাংলা ও সময় টিভি