রাজধানীর বাংলামোটরে দলীয় অস্থায়ী কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে দু’দিনব্যাপী মতবিনিময় শেষে এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, খুব শিগগিরই দেশে আত্মপ্রকাশ করতে যাচ্ছে একটি নতুন রাজনৈতিক জোট। দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপি–জামায়াতের বাইরে গঠিত এই জোট পুরো ৩০০ আসনেই প্রার্থী দিতে প্রস্তুত।
সংবাদ সম্মেলনে পাটওয়ারী বলেন, “কয়েকদিনের মধ্যেই দেশবাসী একটি নতুন অ্যালায়েন্স দেখতে পাবে। যারা সংস্কারের পক্ষে, নারীদের পক্ষে, আলেম-ওলামাদের পক্ষে, দুর্নীতি–সন্ত্রাস–চাঁদাবাজের বিরুদ্ধে।”
তিনি আরও জানান, ধর্মীয় ফ্যাসিবাদ বিরোধী ও চাঁদাবাজ বিরোধী প্ল্যাটফর্ম হিসেবেই এই জোট কাজ করবে এবং জুলাইয়ের গণঅভ্যুত্থানের অর্জন বাস্তবায়নে ভূমিকা রাখবে।
এসময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, বাংলাদেশ জাতীয় পার্টিকে ঘিরে নির্বাচন বানচাল ও অস্থিতিশীলতা তৈরির প্রচেষ্টা চলছে। তাঁর অভিযোগ—
“ভারত এবং আওয়ামী লীগের অর্থনৈতিক যে শক্তিগুলো ছিল তারা জাতীয় পার্টির মাধ্যমেই নির্বাচনকে বাধাগ্রস্থ ও দেশ অস্থিতিশীল করার চেষ্টা করবে।”
তিনি আরও দাবি করেন, প্রশাসনকে ভাগ-বাটোয়ারার পুরোনো ধারা থেকে বেরিয়ে এসে রাজনৈতিক দলগুলোকে নতুন বাস্তবতায় সহযোগিতামূলক ভূমিকা রাখতে হবে।
এনসিপি নেতাদের মতে, নতুন জোটটি আগামী জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপটে তৃতীয় শক্তি হিসেবে আবির্ভূত হবে এবং জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে কাজ করবে।

