বিচিত্রতা ডেস্ক, এইউজেডনিউজ২৪: করোনা ভাইরাসের প্রার্দুভাবে ব্রিটিশ এয়ারওয়েজের অনেক পাইলট চাকরি হারিয়েছেন। সংস্থার বিমানগুলো বন্ধ হয়ে এখন পড়ে আছে বিমানবন্দরের হ্যাঙ্গারে। এমন পরিস্থিতিতে বেকারদের অনেকেই মানবেতর জীবন-যাপন করছে। উপায় না পেয়ে অনেকেই বেঁচে নিয়েছে গাড়ি চালানোর পেশা।
তাদের মধ্যে একজন পাইলট পিটার লগিন। তিনি ব্রিটিশ এয়ারওয়েজের চাকরি হারিয়ে ব্রিটেনের সুপারস্টোর চেন টেসকোর ডেলিভারি ট্রাকের চালক হিসেবে কাজ করছেন। এর আগে ছিলেন থমাস কুক নামে এক বড় পর্যটন কোম্পানিতে যেটি কিছু দিন আগে দেউলিয়া হয়ে গেছে।
সোমবার এ নিয়ে টুইটারে এক পোস্টে তিনি লিখেছেন, সেভেন-ফোর-সেভেনের চাবি আপাতত তুলে রেখেছি। এখন ফিরে এসেছি টেসকোর ভ্যানের ককপিটে।
পিটার যে লকডাউনের মধ্যে টেসকোর ডেলিভারি ড্রাইভারের কাজ বেছে নিয়েছেন, সে জন্য বহু মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন।
তার টুইটের নিচে একজন লিখেছেন, তুমি যে কি দারুণ এক সুপারস্টার। এই সংকট উত্তরণে আমাদের এমন জেদ আর দৃষ্টিভঙ্গিই তো দরকার। তুমি একটা উজ্জ্বল দৃষ্টান্ত।
সবার জন্য বার্তাটা পরিষ্কার, এ রকম সময়ে হয় এভাবে অত্যাবশ্যকীয় কাজে সাহায্য কর, নয়তো বাড়ি বসে থাকো।
মজার মজার অনেক মন্তব্যও করেছেন অনেকে। একজন লিখেছেন, সত্যি কি তোমার কাছে #747 আছে? যখন উড়োজাহাজটি পার্ক করে রাখা হয়, তখন কি তোমরা সেটি চাবি দিয়ে লক করে রাখো?
জবাবে পিটার লিখেছেন, দুর্ভাগ্যজনকভাবে বড় জেট বিমানের কোনো চাবি থাকে না, যদি থাকত বেশ ভালোই হতো।
করোনাভাইরাসে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত একটি সেক্টর হচ্ছে বিমান পরিবহন। প্রত্যেকটি দেশের সব ছোট-বড় এয়ারলাইনস এখন বিরাট সংকটে। ব্রিটিশ এয়ারওয়েজ মাত্র গত সপ্তাহেই প্রায় ৩০ হাজার কেবিন ক্রু এবং গ্রাউন্ড স্টাফকে সাময়িকভাবে বরখাস্তের কথা ঘোষণা করে। সূত্র: সময় টিভি