যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় আবারও ব্যাপক আগ্রাসন চালিয়েছে ইসরায়েল। শনিবার (২২ নভেম্বর) দফায় দফায় চালানো এসব হামলায় শিশুসহ কমপক্ষে ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৮৭ জন।
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন বলছে, ইসরায়েলের এই সিরিজ বিমান হামলার শিকার হয়েছে গাড়ি, আশ্রয়কেন্দ্র ও আবাসিক ভবন। গাজার উত্তরাঞ্চলের গাজা সিটি, দেইর আল বালাহ ও নুসেইরাত শরণার্থী শিবিরেও আঘাত হেনেছে আইডিএফ।
শুধু গাজা সিটিতেই নিহত হয়েছেন অন্তত ১১ জন। আহত হয়েছেন আরও ২০ জন। দেইর আল বালাহ এলাকায় একটি বাড়িতে হামলার পর বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়। নুসেইরাত শরণার্থী শিবিরেও আবাসিক ভবনে হামলা চালানো হয়েছে।
ইসরায়েল দাবি করেছে, হামাসের সদস্যরা তাদের সেনাদের লক্ষ্য করে হামলা চালানোয় বাধ্য হয়েই পাল্টা অভিযান পরিচালনা করেছে আইডিএফ। তারা হামাসের পাঁচজন সিনিয়র নেতাকে হত্যার দাবিও করেছে।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর থেকে গাজায় ৪৯৭ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত প্রাণ গেছে কমপক্ষে ৩৪২ ফিলিস্তিনির।

