দীর্ঘ পাঁচ বছর পর নতুন নেতৃত্ব বেছে নিতে খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের ২০২৫–২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন উৎসবমুখর আবহে সম্পন্ন হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ৮টা থেকে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। এরপর ভোট গণনা শেষে রাত ৮ টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।
এবারের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনজন প্রার্থী। সাধারণ সম্পাদক পদে দুই প্রার্থী আগেই প্রার্থিতা প্রত্যাহার করায় কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই আব্দুল মজিদ নির্বাচিত হন। এছাড়া সদস্য পদে ১০ জন প্রার্থী অংশ নেন।
১৫১৯ জন ভোটার তথা আজীবন সদস্যের মধ্যে মোট ৮৭১ জন উপস্থিত থেকে ভোটাধিকার প্রয়োগ করেন। ঘোষিত ফলে ভাইস চেয়ারম্যান পদে ৪৮০ ভোট পেয়ে বিজয়ী হন দুলাল হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিনহাজুর রহমান অর্জন করেন ২৯৩ ভোট।
সদস্য পদে বিজয়ী হয়েছেন অ্যাডভোকেট রবিউল ইসলাম, মো. শহিদুল ইসলাম, পেয়ার আহমেদ, মোফাজ্জল হোসাইন ভূঁইয়া এবং দৈনিক জনকণ্ঠের খাগড়াছড়ি প্রতিনিধি হাছানুল করিম।
নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট বেদারুল ইসলাম নির্বাচন শেষে জানান, “দিনভর শান্তিপূর্ণ পরিবেশে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া আমরা ভোটগ্রহণ সম্পন্ন করতে পেরেছি। একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পেরে আমরা সন্তুষ্ট।”
ফল ঘোষণা পূর্বে বিদ্যালয়ের হলরুমে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার ছিলেন জহিরুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, প্রেসক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, যুগ্ম সম্পাদক মো. মোশাররফ হোসেনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি।

