ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: করোনায় বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ৭৪ হাজার। আক্রান্ত সাড়ে ১৩ লাখ। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ লাখ ৭৩ হাজারের বেশি।
করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল এখনো ইউরোপ। এখন সেই কেন্দ্রস্থল হয়ে উঠছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১০ হাজার। ফ্রান্সে একদিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছে ৮৩৩ জনের।
স্পেনে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬৩৭ জন। গত চারদিন ধরেই দেশটিতে কমছে, মৃতের সংখ্যা। তবে, গত কয়েকদিন কমলেও, ২৪ ঘন্টায় ইতালিতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৩৭ জন।
ফ্রান্সে একদিনে রেকর্ড মারা গেছেন ৮৩৩ জন। এতে দেশটিতে নিহত হলেন, ৮ হাজার ৯১১ জন।
ভারতে মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১১৮ জনে। মুম্বাইয়ে একটি হাসপাতালের ২৬ নার্স ও তিন চিকিৎসক আক্রান্ত হওয়ায় ঐ হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়েছে।
পাকিস্তানে চার হাজার ২৮১ আক্রান্তের বিপরীতে মারা গেছেন ১১৮ জন।
এদিকে বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ১২ জন। আক্রান্ত হয়েছে ১২৩ জন। আক্রান্তের তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা মহানগর। ঢাকায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬৪ জন।