হেল্থ ডেস্ক, এইউজেডনিউজ২৪: করোনা আক্রান্ত হয়ে দুর্নীতি দমন কমিশনের এক পরিচালক জালাল সাইফুর রহমান মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ বিভাগ ও কুয়েত মৈত্রী হাসপাতাল কর্তৃপক্ষ।
আক্রান্ত হবার পর তিনি আর কার্যালয়ে আসেননি বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ বিভাগ। করোনা সনাক্ত হবার পর থেকেই তিনি রাজধানীর কুয়েত-মৈত্রী হাসপাতালে আইসোলেশনে ছিলেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার (৬ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে তিনি মারা যান। গেল ২৭ দিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়েছিলো। তবে, তার স্ত্রী ও সন্তানকে বাসায় রাখা হয়েছে।