ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: সারা বিশ্বের মতো করোনাভাইরাসের কারণে ভারতেও লকডাউন রাখা সত্বেও জম্মু-কাশ্মীরের সীমান্তে চলছে তুমুল গোলাগুলি। চলছে ভারতীয় সেনাবাহিনীর অভিযান। করোনাভাইরাসের সংক্রমণ রুখতে গোটা দুনিয়া যখন উদ্বিগ্ন, তখন সীমান্তের ওপার থেকে গোলাগুলিতে মেতে উঠেছে সন্ত্রাসীরা।
গত ২৪ ঘণ্টায় সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে জম্মু-কাশ্মীরের সীমান্ত। শনিবার থেকে রবিবার পর্যন্ত এই সংঘর্ষে মোট ৯ সন্ত্রাসীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় সেনা কর্মকর্তারা। এই ঘটনায় নিহত হয়েছেন এক ভারতীয় সেনাও। আহত হয়েছেন আর ২ সেনা। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।