বাংলাদেশ সফরে এসে প্রথম ওয়ানডেতে হেরে ব্যাকফুটে ওয়েষ্ট ইন্ডিজ ক্রিকেট দল। আজ সিরিজ বাঁচাতে নেমেই বিশ্ব রেকর্ড গড়েছে ক্যারিবীয়রা।
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ৪৫ ওভার স্পিন বোলিং করে বিশ্ব রেকর্ড গড়েছে উইন্ডিজ।
ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ স্পিন বোলিং করার রেকর্ড এখন ওয়েস্ট ইন্ডিজের।
এর আগে ১৯৯৬ সালে এক ইনিংসে শ্রীলংকার স্পিনারদের দিয়ে করিয়েছিল ৪৪ ওভার। আজ এরইমধ্যে ৪৫ ওভার স্পিনারদের দিয়ে করিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
এদিন টস জিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৩ রান করে বাংলাদেশ। ইনিংসের শেষ দিকে ব্যাটিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালিয়ে মাত্র ১৪ বলে তিন ছক্কা আর তিন চারের সাহায্যে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলেন স্পিনার রিশাদ হোসেন।
৮৯ বলে তিন চার আর এক ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৪৫ রান করেন ওপেনার সৌম্য সরকার। ৫৮ বলে এক বাউন্ডারিতে ৩২ রানের অনবদ্য ইনিংস খেলেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। ২৪ বলে দুই চার আর এক ছক্কার সাহায্যে ২৩ রান করেন নুরুল হাসান সোহান।