নেত্রকোনার মদনে সড়ক নির্মাণে অনিয়মের খবর প্রকাশের জেরে সাংবাদিকদের হাত কেটে নেওয়ার হুমকি দিয়েছেন পৌর বিএনপি সভাপতি কামরুজ্জামান চন্দন। ঘটনাটি স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি করেছে।
জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) গত জুনে প্রায় ১ কোটি ৫৫ লাখ টাকায় মদন পৌর এলাকায় একটি পিচঢালা সড়ক নির্মাণ করে। কিন্তু বছর না যেতেই পৌরসভা একই সড়কে ১ কোটি ৯২ লাখ টাকায় আরসিসি ঢালাইয়ের কাজ শুরু করে। এই অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের পর গত শুক্রবার এক সমাবেশে চন্দন মাইকে সাংবাদিকদের হাত কেটে নেওয়ার হুমকি দেন।
হুমকির শিকার সাংবাদিকরা হলেন—
ফয়েজ আহমেদ হৃদয় (দৈনিক কালের কণ্ঠ), তোফাজ্জল হোসেন (দৈনিক যুগান্তর) ও নিজাম তালুকদার (আমার দেশ)।
সাংবাদিক ফয়েজ আহমেদ হৃদয় বলেন, “অনিয়মের বিরুদ্ধে লিখতে গিয়ে আমরা হুমকির মুখে পড়েছি। পরিবার নিয়ে এখন আতঙ্কে আছি।”
অভিযোগের বিষয়ে কামরুজ্জামান চন্দন বলেন, “রাগের মাথায় হাত কেটে নেওয়ার কথা বলে ফেলেছি, বুঝতে পারিনি কথাটি ঠিক হয়নি।”
স্থানীয়রা জানান, পুরনো সড়কের ওপর বালু না দিয়েই নতুন সিসি ঢালাই হচ্ছে, যা নিয়মবহির্ভূত। তবে পৌর প্রশাসক মো. অলিদুজ্জামান বলেন, “প্রকল্পটি অনুমোদিত ছিল এবং স্থানীয় মতামতের ভিত্তিতে কাজ চলছে।”
এ ঘটনায় সাংবাদিক সমাজ তীব্র নিন্দা জানিয়ে হুমকিদাতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।