ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: বিশ্বে আক্রান্ত প্রাণঘাতী করোনাভাইরাসে হয়ে মারা গেছেন ৪৩ হাজার। আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৬১ হাজার ৩০৫ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৭৮ হাজার ৭১৮ জন।
করোনায় সবচেয়ে বেশি মারা গেছে ইতালিতে। দেশটিতে এ পর্যন্ত ১২ হাজার ৪২৮ জনের প্রাণহানি হয়েছে। আক্রান্ত হয়েছে এক লাখ ৫ হাজার ৭৯২ জন। সুস্থ হয়েছেন ১৫ হাজার ৭২৯ জন। গত ২৪ ঘণ্টায় ইতালিতে মারা গেছেন ৮৩৭ জন।
আক্রান্তের দিকে দিয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত মোট এক লাখ ৮৯ হাজার ৬৩৩ জন আক্রান্ত হয়েছেন। ৩৫ বাংলাদেশিসহ মোট মৃত্যু ৪ হাজারের বেশি। শুধু নিউ ইয়র্কেই মারা গেছেন ১ হাজার ৬৯ জন।
আক্রান্তের দিক দিয়ে তৃতীয় অবস্থানে স্পেন। সেখানে এ পর্যন্ত মোট ৯৫ হাজার ৯২৩ জন আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। প্রাণহানি হয়েছে ৮ হাজার ৪৬৪ জনের।
নেদারল্যান্ডে মারা গেছেন ১ হাজার ৩৯ জন। আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৬৬৭ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৭১ হাজার ৮০৮ জন। মারা গেছেন ৭৭৫ জন। আর সুস্থ হয়েছেন সাড়ে ১৬ হাজার ১০০ জন। ফ্রান্সে মোট আক্রান্তের সংখ্যা ৫২ হাজার ৮৩৬ জন। মারা গেছেন ৩ হাজার ৫২৩ জন।
ইরানে আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৬০৫ জন। মারা গেছেন ২ হাজার ৮৯৮ জন। যুক্তরাজ্যে নতুন করে ৩৯৩ জনের মৃত্যু হয়েছে, মোট প্রাণহানি ১,৭৮৯ জন।