নেত্রকোণায় মৃতপ্রায় মগড়া নদী দখল ও দূষণ রোধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর উদ্যোগে এবং এআরএফবির সহযোগিতায় এ আলোচনা সভার আয়োজন করা হয়।
‘ডিফেন্ডিং এনভায়রনমেন্টাল রাইটস অ্যান্ড প্রোমোটিং জাস্টিস’ প্রকল্পের আওতায় আয়োজিত “মগড়া নদী দখল ও দূষণ রোধে করণীয়” শীর্ষক সভায় সভাপতিত্ব করেন এআরএফবির চেয়ারম্যান দিলওয়ার খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “দখল ও দূষণই মগড়া নদীর প্রধান সমস্যা। আমরা সবাই যদি একসাথে কাজ না করি, সোচ্চার না হই, তাহলে দখলদাররা দখল করে যাবে। বর্তমান সরকার নদী দখলমুক্ত করতে বদ্ধপরিকর এবং ইতোমধ্যে মগড়া নদী রক্ষায় একটি টেকসই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।”
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর বিভাগীয় সমন্বয়কারী গৌতম চন্দ্র চন্দ। তিনি তাঁর প্রবন্ধে মগড়া নদীর দখল-দূষণের চিত্র, আইনি অবস্থান ও সম্ভাব্য করণীয় তুলে ধরেন।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুন মুন জাহান লিজা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মতিন, নেত্রকোণা প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মোহাম্মদ নূর হোসেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, সাংবাদিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় মৃতপ্রায় মগড়া নদীর বর্তমান বাস্তব চিত্র পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করা হয়। বক্তারা নদী রক্ষায় সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ, আইনি প্রয়োগ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।
উপস্থিত অতিথিবৃন্দ একমত পোষণ করেন যে, মগড়া নদী রক্ষা করা শুধু পরিবেশ নয়, বরং নেত্রকোণার অস্তিত্ব রক্ষারও সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
ব্রেকিং নিউজ
- আমরা চাই না প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে কোনো রকমের ভারসাম্য নষ্ট হোক: সালাহউদ্দিন
- ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবেই, কোন কম্প্রোমাইজ নেই: প্রধান উপদেষ্টা
- বিশ্ব শিক্ষক দিবসে আজীবন সম্মাননা পেলেন দুই শিক্ষাবিদ
- ফরিদপুরে এক বাসের ধাক্কায় আরেক বাস খাদে, শিশু ও নারী নিহত
- জনবহুল এলাকায় রাসায়নিক গুদাম থাকতে পারে না: উপদেষ্টা শারমীন মুরশিদ
- আপনিও নোবেল পুরস্কার জিততে পারেন, যদি
- শতকোটি বছর আগের ছত্রাক কেমন ছিল
- আইওএস ২৬ নামিয়ে বিপাকে পুরোনো আইফোন ব্যবহারকারীরা