স্পোর্টস ডেস্ক, এইউজেডনিউজ২৪: অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন বলছেন, করোনাভাইরাসের কারণে তার দলের বাংলাদেশ সফরে আসার সম্ভাবনা নিতান্তই কম। আসছে জুনের সফরের ভবিষ্যৎ কী তা জানতে ‘আইনস্টাইন’ হওয়ার দরকার নেই বলেও মত তার।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই টেস্ট খেলতে আগামী জুনে বাংলাদেশ সফরে আসার কথা অস্ট্রেলিয়ার। ১১-১৫ জুন চট্টগ্রামে ও ১৯-২৩ জুন ঢাকায় হওয়ার কথা ম্যাচ দুটি।
‘জুনের সেই সিরিজ যে হওয়ার সম্ভাবনা কম তা বুঝতে আপনার আইনস্টাইন হওয়ার দরকার নেই। হয় সেটা পেছাবে নয়তো বাতিল হবে। আসলে কী হবে সেটা এই মুহূর্তে বলতে পারছি না।’ ক্রিকেট ডটকম এইউকে এমনই জানিয়েছেন পেইন।
‘আমরা আশা করবো তারাও (বাংলাদেশ) আমাদের কথা ভেবে এনিয়ে বেশি চাপাচাপি করবে না। কিছু সিরিজ হয়তো বাতিল হবে, নয়তো আমরাই পিছিয়ে দেবো নাকি পরে হবে সেটা এখন পর্যন্ত অনিশ্চিত। যদি টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ করতে হয় তখন হয়তো আমাদের অনেক ম্যাচ খেলতে হবে।’
২০২১ সালের জুনে হওয়ার কথা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ। করোনার কারণে বর্তমান সময়সূচি ভেঙ্গে পড়ায় হয়তো পিছিয়ে যেতে পারে সেটিও। সূত্র : চ্যানেল আই