স্পোর্টস ডেস্ক, এইউজেডনিউজ২৪: কেবলমাত্র টি-টুয়েন্টি বিশ্বকাপ পেছালেই এবছর সম্ভব হবে আইপিএল আয়োজন করতে পারবে বলে বার্তা সংস্থা আইএএনএসকে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তা। সম্ভব হলে বিশ্বকাপ পিছিয়ে দেয়া যায় কিনা আইসিসিকে বিনীতভাবে সেটিও ভাবতে বলছে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডটি।
করোনাভাইরাসের কারণে পিছিয়ে গেছে ১৩তম আইপিএলের আসর। প্রাণঘাতী ভাইরাসটি যেভাবে ছড়িয়েছে, তাতে এবারের আসর ভেস্তে যাওয়ার সম্ভাবনাই বেশি। বিসিসিআই থেকেও চিন্তাভাবনা চলছে ২০২০ সালের আয়োজন মাঠে গড়ানোর সম্ভাবনা নিয়ে। না হলে যেকোনো সময় ঘোষণা আসতে পারে আসর বাতিলের।
বিসিসিআইয়ের সেই কর্মকর্তা অবশ্য বলছেন চলতি বছরই হতে পারে আইপিএল। সময়টা অক্টোবর-নভেম্বর নাগাদ। যে সময়টি আবার টি-টুয়েন্টি বিশ্বকাপের দখলে। ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়ার মাটিতে। বিসিসিআই আশায় আছে, করোনার কারণে যদি সেই আসর পেছায় সুযোগটা নিতে পারবে তারা।
‘বর্তমান অবস্থার জন্য যদি কোনভাবে বিশ্বকাপ পিছিয়ে দেয় আইসিসি, তবেই আমরা আইপিএল আয়োজন করতে পারবো। কারণ প্রতিটা দেশ যদি ছয় মাসের জন্য তাদের সীমান্ত বন্ধ করে দেয়, সেক্ষেত্রে সময়টা শেষ হবে অক্টোবরে। করোনাভাইরাস যেভাবে ছড়িয়ে পড়ছে সেটা আগে থামাতে হবে, মানুষের নিয়ন্ত্রণে আনতে হবে। এরমাঝে অনেক হিসেবনিকেশ আছে।’
‘তবে আবারও বলছি, একবার ২০২০ বিশ্বকাপ পিছিয়ে গেলে সেটা কোনভাবেই ২০২২ সালের আগে আয়োজন করা সম্ভব হবে না। কারণ ২০২১ সালে কোনো জায়গা ফাঁকা নেই। সত্যি বলতে এরমাঝে অনেক কেনো-কিন্তু আছে। তবে হ্যাঁ, কোনভাবে যদি অক্টোবর-নভেম্বরে আইপিএল আয়োজন করতেই হয় তাহলে এরমাঝে অনেক বিষয় আছে, এটাই হচ্ছে বাস্তব।’ সূত্র : চ্যানেল আই