ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: শনিবার সবচেয়ে ভয়াবহ দিন পার করেছে স্পেন। স্পেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৮৩৮ জনের প্রাণহানি হয়েছে। স্পেনে যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। দেশটিতে মোট প্রাণহানি হয়েছে ৬ হাজার ৫২৮ জনের।
দেশটিতে এ পর্যন্ত ৭৮ হাজার ৭৯৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ৭০৯ জন।
অনাবশ্যক কর্মীদের আগামী দুই সপ্তাহ বাসায় থাকার নির্দেশ দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি বলেছেন, তারা যথারীতি বেতন পেয়ে যাবেন, তবে পরবর্তী কোনও সময়ে কাজ করে এই ক্ষতি পুষিয়ে দিতে হবে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে ৩২ হাজার ১১৩ জনের প্রাণহানি হয়েছে। মোট আক্রান্ত ৬ লাখ ৮৪ হাজার ৬৫২ জন, সুস্থ হয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৬৯৬ জন।