জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম বলেছেন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যান রাস্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে জামায়াত এদেশের জনগনের সকল অধিকার নিশ্চিত করতে চায়। তাই সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থীদের বিজয়ী করার জন্য শ্রমিক কল্যান ফেডারেশনের নেতা কর্মী দের সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে। গোটা বিশ্বে শ্রমিক আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনকে শ্রমবান্ধব সংগঠনে পরিণত করতে হবে। ডাকসু ও জাকসু নির্বাচনে এদেশের জনগনের আকাংখা পরিস্কার হয়েছে। তিনি আজ শনিবার বিকেলে কুমিল্লায় অন্চল দায়িত্বশীল সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন,একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য জামায়াত ৫ দফা কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে। আন্দোলন ও নির্বাচন একসাথে চালাতে হবে। জুলাই সনদকে আইনী ভিত্তি দিতে হবে। পিআর সিস্টেমে আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। প্রয়োজনীয় সংস্থার করেই অন্তবর্তীকালীন সরকারকে জাতীয় নির্বাচন দিতে হবে।
এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, অঞ্চল সহকারী পরিচালক কাজী দ্বীন মোহাম্মদ, শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মোঃ মজিবুর রহমান ভূইয়া, শ্রমিক কল্যানের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি আবদুস সালাম, কুমিল্লা অঞ্চল টিমের অন্যান্য দায়িত্ব শীলবৃন্দ।
এসময় কুমিল্লা- নোয়াখালী অঞ্চলের ৮ জেলার আমীর, সেক্রেটারি ও এমপি প্রার্থীগন উপস্থিত ছিলেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থীদের বিজয়ী করার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে : মাওলানা এটিএম মাছুম।
দেশজুড়ে
0 Views