গাজীপুরের টঙ্গীর একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দায়িত্ব পালনকালে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণকারী ফায়ার ফাইটার শামীম আহমেদ রুকেল-কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের পিজাহাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী, উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক লাইমুন হাসান ভুইয়া, ফায়ার সার্ভিসের আঞ্চলিক ও বিভাগীয় কর্মীরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য স্থানীয় মানুষ।
উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে আগুন নিয়ন্ত্রণে অংশ নেওয়ার সময় মারাত্মকভাবে দগ্ধ হন শামীম আহমেদ রুকেল। পরদিন (২৩ সেপ্টেম্বর) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা বলেন—“শামীম সব সময় মানুষের জন্য জীবন বাজি রেখে কাজ করত। আমাদের বুক শূন্য হয়ে গেলেও তার এ আত্মত্যাগ দেশের জন্য এক গৌরব।”
স্থানীয়রা জানান, শামীম আহমেদ রুকেল ছিলেন সাহসী ও মানবিক ফায়ার ফাইটার। দায়িত্ব পালন করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করায় তাঁকে আজীবন স্মরণ করবে দেশবাসী।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক এক শোকবার্তায় বলেন—“শামীম আহমেদ রুকেল আমাদের গর্ব। দায়িত্ব পালন করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করে তিনি প্রমাণ করেছেন, ফায়ার ফাইটাররা সব সময় জনগণের সেবায় নিবেদিতপ্রাণ। তাঁর আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।”
সরকারের পক্ষ থেকেও তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়ে
রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত ফায়ার ফাইটার শামীম আহমেদ রুকেল
আলী তৌফিক রাখা রিপন, বিশেষ প্রতিনিধি
দেশজুড়ে
4,580 Views