স্পোর্টস ডেস্ক,এইউজেডনিউজ২৪: মাত্র ১৪ বছর বয়সে এক কিশোর ফুটবলারের মৃত্যুর কথা জানিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ক্রিস্টিয়ান মিনচোলা নামের ওই কিশোর স্প্যানিশ ক্লাবটির অনূর্ধ্ব-১৪ দলের ফুটবলার ছিল।
২০১৩-১৪ মৌসুমে অ্যাটলেটিকোতে যোগ দেয় মিনচোলা। ক্লাবটির হয়ে ছয় মৌসুম কাটানোর পথে হয়ে ওঠে যুব দলটির গুরুত্বপূর্ণ ফুটবলার।
মিনচোলার পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছে অ্যাটলেটিকো। একইসঙ্গে তার মৃত্যু করোনার কারণে নয় বলেও জানিয়েছে ক্লাবটি।
‘হঠাত করেই তার মর্মান্তিক মৃত্যুর খবর আমাদের কাছে পৌঁছেছে। তার এই মৃত্যুতে আমরা মর্মাহত।’ শনিবার এক বার্তায় এমন জানিয়েছেন ক্লাব সভাপতি এনরিকে সেরেজো।
শোক ও সমবেদনা জানিয়েছেন ক্লাব অধিনায়ক কোকে এবং প্রধান নির্বাহী মিগেল অ্যাঙ্গেল হিলও।
করোনা ভাইরাসের কারণে বিগত কয়েক সপ্তাহে মারা গেছেন বেশকিছু অ্যাটলেটিকো সমর্থক। তাদের ও মিনচোলার স্মরণে স্টেডিয়াম ওয়ান্ডা মেট্রোপলিটানোতে ক্লাবের পতাকা অর্ধনমিত থাকবে বলে জানিয়েছে মাদ্রিদের ক্লাবটি।