মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কৌচা-বড়ইচড়া গ্রামে এক নারীর জ্বর-সদি নিয়ে মৃত্যুর ঘটনায় ওই গ্রামটিকে লকডাউন করেছে উপজেলা প্রশাসন। রোববার (২৯ মার্চ) সকালে ঘিওর উপজেলার মুন্নু হাসপাতালে মৃত্যুর পর ওই গ্রাম লকডাউন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিনা ইয়াসমিন জানান, সকাল ১০টার দিকে উপজেলার কৌচা-বড়ইচড়া গ্রামের ওই নারী ঘিওর উপজেলার মুন্নু হাসপাতালে জ্বর-সদি নিয়ে ভর্তির পর তার মৃত্যু হয়। এছাড়াও তার শ্বশুর গত ৫ দিন আগে একই উপসর্গ নিয়ে নিজ বাড়িতে মারা যান।
এদিকে মৃত ওই নারীর তিন বছরের মেয়েও একই উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছে। ওই পরিবারের সঙ্গে কথা বলে দুপুর ১২টা থেকে ওই গ্রামটি লকডাউন করা হয়। ওই নারীর নমুনা সংগ্রহে করে আইইডিসিআরে পাঠানো হয়েছে বলেন জানান ইউএনও।