জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানে আহত সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে তিনদিনব্যাপী ডিজিটাল সাংবাদিকতা প্রশিক্ষণের দ্বিতীয় ধাপ ৯ থেকে ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে অংশ নেন ২৮ জন সাংবাদিক, যারা গণঅভ্যুত্থানে দায়িত্ব পালনের সময় শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন।
১১ সেপ্টেম্বর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন। উদ্বোধনী দিনে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
প্রশিক্ষণে ডিজিটাল সাংবাদিকতা, প্রয়োজনীয় অ্যাপ ও টুলস ব্যবহার, অডিও-ভিডিও প্রডাকশন, সাংবাদিকতার নৈতিকতা এবং ট্রমা মোকাবেলা বিষয়ে বিশেষ সেশন নেওয়া হয়।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. জামিল খান, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস-এর অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি নাজিয়া আফরিন মনামী, ব্র্যাকের কমিউনিকেশন স্পেশালিস্ট শাফাত রহমান এবং ফ্যাক্টচেকার রিদওয়ান ইসলাম প্রমুখ।