ঝিনাইদহের কোটচাঁদপুরে নজরুল ইসলাম নজু (৫৫) নামে এক কাপড় ব্যবসায়ী নিজের লাইসেন্সকৃত বন্দুকের গুলিতে আত্মহত্যা করেছেন। শুক্রবার ভোরে পৌর এলাকার সলেমানপুর গ্রামে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে।
ছেলে ইয়াসিন আরাফাত ফাহিম জানান, রাত আনুমানিক ১টার দিকে বাবা নিচতলার একটি কক্ষে যান এবং দরজায় ছিটকিনি লাগিয়ে দেন। ভোরে দরজা না খুলে সন্দেহ হলে পাশের বাড়ির এক ভাবির সহায়তায় দরজা খোলা হয়। এসময় মেঝেতে রক্তাক্ত অবস্থায় বাবার লাশ পড়ে থাকতে দেখা যায়।
এর আগে নজরুল ইসলাম এক পরিচিতজনকে ফোন দিয়ে বলেন, “আমি মারা যাচ্ছি, বন্দুকের গুলি লোড করে ফেলেছি।” তারপরই ফোন কেটে দেন তিনি।
পরিবারের সদস্যরা জানান, নজরুল ইসলামের ব্যাংকে প্রায় দুই কোটি টাকা ঋণ ছিল। সম্প্রতি ঋণ ডিফল্ট হওয়ায় তিনি প্রচণ্ড মানসিক চাপে ভুগছিলেন। এছাড়া দীর্ঘদিন ধরে পারিবারিক কলহও চলছিল।
কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতব্বর বলেন, “ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করছি। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।”
নিহত নজরুল ইসলাম নজু সলেমানপুর গ্রামের মৃত আব্দুর রহিম বিশ্বাসের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কোটচাঁদপুর পৌর শহরে গার্মেন্টস ব্যবসা করছিলেন।