ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: করোনা ভাইরাসে বিশ্বজুড়ে প্রাণহানি ২১ হাজার ছাড়িয়েছে; আক্রান্ত ৪ লাখ ৬৭ হাজারের বেশি। যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, ২৪ ঘন্টায় ইতালিতে মারা গেছে ৬৮৩ জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাড়ালো ৭ হাজার ৫০৩ জনে। আর প্রাণহানিতে ইতালির পর এবার চীনকেও ছাড়িয়েছে স্পেন। প্রথমে চীন, এরপর ইতালি, এবার নতুন মৃত্যুপুরী হয়ে উঠেছে স্পেন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৫৬ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬৪৭ জন।
দেশটিতে একদিনে প্রাণ হারিয়েছেন অন্তত ৭৩৮ জন। মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩ হাজার ৬৪৭ জনে। বাড়ি বাড়ি গিয়ে লাশ উদ্ধার করছে দেশটির সেনাবাহিনী। স্পেনেও পরিস্থিতি উন্নতির কোনো লক্ষণ নেই।
বলা হচ্ছে, চীন আর ইতালির পর করোনার নতুন কেন্দ্র হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নিউইয়র্ক, ওয়াশিংটনের অবস্থা সবচেয়ে ভয়াবহ। যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা সাতশো ছাড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার শঙ্কা, করোনার পরবর্তী কেন্দ্রস্থল হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যদিও ট্রাম্পের দাবি, শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে।
ভারতজুড়ে চলছে ২১ দিনের লকডাউন। দেশটির একশ ত্রিশ কোটি মানুষকে ঘরে থাকার নির্দেশ দেয়া হয়েছে। মোতায়েন হয়েছে বাড়তি পুলিশ। করোনা মোকাবেলায় প্রস্তুতি পর্যবেক্ষণে পশ্চিমবঙ্গে বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখেন মমতা বন্দোপাধ্যায়।
তবে ভিন্ন চিত্র চীনে। প্রায় দুই মাস পর স্বাভাবিক হতে শুরু করেছে দেশটির জনজীবন। উহান ছাড়া প্রায় সব শহর থেকে তুলে নেয়া হচ্ছে বিধি-নিষেধ। স্বাভাবিক হচ্ছে যান চলাচল। খুলছে দোকান-পাট। নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন চিকিৎসা কর্মীরাও।
করোনা ভাইরাসে বিশ্বজুড়ে প্রাণহানি ২১ হাজার ছাড়িয়েছে; আক্রান্ত ৪ লাখ ৬৭ হাজারের বেশি
আন্তর্জাতিক
0 Views